জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও চট্টগ্রামের চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষা অর্জনের পথ সুগম করতে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরী করে দেয়ার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
চন্দনাইশের কাঞ্চনাবাদ ই্উনিয়নে সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মাস্টার মনসফ আলী জাহানারা বেগম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দীন মন্টুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরে নতুন ভবনের ফলক উম্মোচন করেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।