ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামের রাউজানে জলিল নগরস্থ জনতা মার্কেটের দ্বিতীয় তলায় খাজা প্রিন্ট মিডিয়ার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ জুন) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এতে সভাপতিত্ব করেন, সত্ত্বাধিকারী মোহাম্মদ মইনুদ্দিন আল হিমেল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর এ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, আওয়ামীলীগ নেতা জানে আলম জামাল, আলহাজ্ব এইচ.এম আবু তৈয়ব, আলহাজ্ব নুরুল আমিন, ব্যবসায়ী আলহাজ্ব মালেক সিদ্দিকী, সাবেক পৌর কাউন্সিলর শাহাজাদা এস.এম আসাদ উল্লাহ, জালাল উদ্দিন বাদল, আজগর হাসান, আলহাজ্ব আব্দুল সাত্তার, আব্দুল বাতেন, শওকত আলি, জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, ধীলন মুহুরী, সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল আউয়াল সুজন, তসলিম উদ্দিনসহ প্রমূখ।