চট্টগ্রামের সাতকানিয়ায় আজিজুল হক প্রকাশ বাটা আজিজ (৪৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে খুন, পুলিশ উপর হামলা, ত্রাসসৃষ্টি ও বিস্ফোরকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজ কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া ডেলিপাড়া এলাকার মৃত কালু মিয়া প্রকাশ কালুর ছেলে।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, ‘আজিজ ওরফে বাটা আজিজ জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার। ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তান্ডবকালে সে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শুধুমাত্র সাতকানিয়া থানায় তার বিরুদ্ধে খুন, পুলিশ ওপর হামলা, ত্রাস সৃষ্টিসহ বিস্ফোরক দ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে।’