আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছর আট হাজার ১৩০ জন শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া আরও ২০৮ জন পরীক্ষার্থীর ফল ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী। গতবছর ১৪ অক্টোবর এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার প্রায় আট মাস পর এর ফলাফল প্রকাশ করা হলো।
লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।