সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রাম থেকে ৪জুন আবুল হোসেন নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।আবুল হোসেন ঐ গ্রামের জয়নাল মুন্সির ছেলে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকতা কামরুল ইসলাম সোমবার এই দন্ডাদেশ প্রদান করেন।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে মাদক ব্যাবসায়িরা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে।এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্তে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদকব্যাবসায়ি আবুল হোসেনকে আটক করে।পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আবুল হোসেন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্রতন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী,এ এস আই পাপিয়া সুলতানা ও সিপাহী সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।