কোটা বাতিলের প্রতিবাদে গভীর রাতেও শাহবাগে বিক্ষোভ

সরকারি চাকরি ১ম ও ২য় শ্রেণিতে ৩০% কোটা পূনর্বহালের দাবিতে গভীর রাতেও শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। বুধবার গভীর রাত পর্যন্ত (রাত ২ টা) সেখানে অবস্থান করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না৷ আমরা সারারাত এখানে অবস্থান গ্রহন করে থাকবো। সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পূনর্বহাল করলে আমরা রাজপথ ছাড়বো।’

এসময় মুক্তিযোদ্ধা পরিবার ব্যানারেও শাহবাগ মোড়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।

এদিকে মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহালের দাবিতে আন্দোলনকারী মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷ তিনি বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীদের পাশে থাকার এ ঘোষণা দেন।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এলে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুল ইসলাম বাবু গোলাম রাব্বানীকে একাত্বতা ঘোষণা করতে বলেন। পরে তিনি তাদের পাশের থাকার ঘোষণা দেন।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, এই যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ আপনাদের পাশে থাকবে।

আন্দোলনকারীদের জনদুর্ভোগ না করে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের এই যৌক্তিক আন্দোলনের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হবে।

উল্লেখ্য, বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।

এ (কোটা বাতিল) সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাত ৮টা থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। সংগঠনের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছেন।

মতামত দিন