পবিত্র ঈদে এবং মহমারি করোনা ভাইরাস প্রাদুভাতে কর্মহীন মানুষের পাশে দাঁড়াই লক্ষ্য চট্টগ্রাম শোভন ক্লাব উদ্দেগ্য এবং মোহিনী গ্রুপ ও ফারহান এন্টারপ্রাইজ এর সাবিক সহযোগিতা ৬০০ কমহীন পরিবারের পযক্রামে বিতরণ করা হবে, তার অংশ চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন সামনে সুবিধা বন্জিত ৫০জন শিশু মাঝে ৫কেজি চাউল, ১ কেজি ডাল,তৈল,২৫০গ্রাম দুধ,২ পকেট লাচ্চা সেমাই, ৫০০ গ্রাম বাংলা সেমাই,১ কেজি চিনি,৩ কেজি আলু,১ কেজি পিঁয়াজ দেওয়া হয়ছে।
চট্টগ্রাম শোভন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন লিটন এই সামগ্রী সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করেন, এই সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক এবং আলোর ঠিকানা পরিচালক ঋত্বিক নয়ন, সহ পরিচালনা কমিটি সদস্য গণ্য। চট্টগ্রাম শোভন ক্লাব সহ সভাপতি ইয়াসমিন সুলতানা, যুগ্ন -সম্পাদক রিজভী হাসান সানি, অর্থ সম্পাদক সাইমন আহমেদ সাহেদ, প্রচার সম্পাদক ওয়াহিদুল আলম অভি, সদস্য আনিসুল ইসলাম ইমন, আবদুর রহিম বাচ্চা, আরমান হোসেন, মনা এবং সাহেদ হোসেন হিরা। ফারহান এন্টারপ্রাইজ এর পরিচাল মোঃ ফারহান উদ্দীন চৌধুরী , বাকী উপহার সামগ্রী চট্টগ্রাম বিভিন্ন এতিমখানা এবং কমহীন মানুষ মাঝে বিরতন হবে বলে জানিছেন সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন লিটন। প্রেসবিজ্ঞপ্তি।