মিরসরাই প্রতিনিধি:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিরসরাইয়ের দুই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। একজন সৌদী আরব ও একজন কুয়েত প্রবাসী।
বুধবার (২০ মে) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সৌদী প্রবাসী মাওলানা সিরাজ উদ দৌলা। সিরাজ উদ দৌলার বাড়ি মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোল মোগরা গ্রামের বাসিন্দা। কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারুল করিম। করিম মিরসরাই সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মান্দার বাড়িয়া এলাকার আমির হোসেন এর ২য় পুত্র।