মিরসরাই প্রতিনিধি:
দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ পাওয়ায় মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কৃতি সন্তান অধ্যাপক ডা. মোঃ ইসমাইল খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। এসময় শিক্ষানুরাগী ও সমাজ সেবক আজম খান, নিজামপুর কলেজের সাবেক প্রভাষক আতিকুর রহমান খান ও শেখের তালুক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়।
এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এর অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।