মোঃ নূরুল হোসাইন,কক্সবাজার:
কক্সবাজার বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার ট্রলার থেকে সাড়ে চার লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
তারা হলেন- রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র্যাব।
সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে বলে জানান র্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।