পাসপোর্ট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে আটক ১১ জন বিদেশি নাগরিককে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে তাদের ছাড়া হয়।
এর আগে শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ত্রাণকেন্দ্রের সামনে থেকে তাদের আটক করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটক বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যের ২ জন, ইটালির ২ জন, নেদারল্যান্ডসের ১, তুরস্কের ১ জন। অন্যদের মধ্যে বেলজিয়াম, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, কেনিয়া ও ব্রাজিলের একজন করে রয়েছেন।
আটক বিদেশিদের থানায় আনার পর থেকে এর সামনে ও আশপাশে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছিল। রাতে ছাড়া পেয়ে তাদের সামনে দিয়েই চলে যান বিদেশিরা।
থানা সূত্র জানায়, যাচাই-বাছাই ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়। তাৎক্ষণিকভাবে এর বেশি জানাতে পারেনি পুলিশ।